আপনার ডিভাইস মানানসই কিনা তা চেক করুন

শিশু ও ১৩-১৯ বছর বয়সীদের জন্য

Family Link তত্ত্বাবধান 7.0 (Nougat) এবং তার পরের কোনও ভার্সন থাকা Android ডিভাইসে ব্যবহার করা যেতে পারে। যেসব Android ডিভাইস 5.0 ও 6.0 ভার্সনে চলছে (Lollipop ও Marshmallow) সেগুলিতেও Family Link সেটিংস প্রয়োগ করা যেতে পারে। আরও তথ্যের জন্য আমাদের সহায়তা কেন্দ্র দেখুন।

অভিভাবকের জন্য

5.0 (Lollipop) বা তার পরের ভার্সনের Android ডিভাইসে এবং iOS11 বা তার পরের ভার্সনের iPhone ডিভাইসে অভিভাবকরা Family Link ব্যবহার করতে পারবেন।

একটি ছোট বাচ্চা ঘরের বাইরে তার বাবার কোলে বিশ্রাম নেওয়ার সময় একটি ট্যাবলেটের স্ক্রিন দেখছে।
সেটিংস
সিস্টেম
তারিখ ও সময়
পাওয়ার চালু ও বন্ধ হওয়ার নির্ধারিত সময়
অ্যাক্সেসিবিলিটি
সফ্টওয়্যার আপডেট
সাধারণ ম্যানেজমেন্ট
ফোন সম্পর্কে

আপনি Android-এর কোন ভার্সন ব্যবহার করছেন তা দেখুন

১. আপনার Android ডিভাইসে সেটিংস অ্যাপ খুলুন।

২. নিচে স্ক্রোল করুন।

৩. ভার্সন নম্বর জানতে 'ফোন সম্পর্কে' অথবা 'ট্যাবলেট সম্পর্কে' বিকল্পে ট্যাপ করুন।

এছাড়াও, Chromebook-এ Family Link ব্যবহার করা যায়

আপনার বাচ্চা Chromebook-এ নিজের অ্যাকাউন্টে সাইন-ইন করে কী করছে, সেই বিষয়ে নজর রাখুন। Family Link তত্ত্বাবধান Chrome OS 71 বা তার পরের ভার্সনের Chromebook-এ ব্যবহার করা যেতে পারে।

আরও জানুন
একজন মহিলা বাইরে বসে Google Chromebook ব্যবহার করছেন।