অনলাইনে আপনার পরিবারকে নিরাপদে রাখুন

Family Link এমন টুল প্রদান করে যেগুলি পরিবারের স্বতন্ত্র ব্যক্তির টেকনোলজি সংক্রান্ত পছন্দকে সম্মান করে, তাদের স্বাস্থ্যপ্রদ, ইতিবাচক ডিজিটাল অভ্যাস তৈরি করতে দেয়। সহজে ব্যবহার করা যায় এমন টুল দিয়ে, আপনি বুঝতে পারবেন কীভাবে আপনার বাচ্চা তার ডিভাইসে সময় কাটাচ্ছে, লোকেশন শেয়ার করছে, গোপনীয়তা সেটিংস ম্যানেজ করছে এবং তার পাশাপাশি আপনি নিজের পরিবারের জন্য সঠিক ব্যালেন্সও ঠিক করে নিতে পারবেন।*

সাইন-ইন করুন
একজন বাবা ও ছেলে একসাথে ফোনে একটি ভিডিও দেখছে।
একটি অল্পবয়সী মেয়ে বন্ধুদের একটি গ্রুপের সাথে তার ফোনের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে।

প্রাথমিক ডিজিটাল নিয়মাবলী সেট করুন

স্ক্রিন টাইমের সীমা সেট করুন

আপনার বাচ্চার জন্য সবচেয়ে ভালো কাজ করে এমন স্ক্রিন টাইম খুঁজে নিন। আপনার বাচ্চার ডিভাইসের জন্য স্কুল টাইম ও ডাউনটাইম শিডিউলের মাধ্যমে, Family Link আপনাকে দৈনিক সীমা সেট করতে দেয়, যাতে তাকে একটি স্বাস্থ্যকর ব্যালেন্স পেতে আপনি সাহায্য করতে পারেন।

আপনার সন্তানের অ্যাপ ম্যানেজ করুন

আপনার বাচ্চাকে অ্যাপ ব্যবহার করার সময় প্রয়োজনীয় নমনীয়তা দিন। নির্দিষ্ট অ্যাপ অনুসারে ব্যবহার করার সময়সীমা সেট করুন এবং শিক্ষা-সংক্রান্ত অথবা নিয়মিত ব্যবহার করা অ্যাপের ক্ষেত্রে আনলিমিটেড সময়সীমা সেট করুন। প্রয়োজন হলে, আপনি অ্যাপ ব্লকও করতে পারবেন।

প্রাথমিক ডিজিটাল নিয়মাবলী সেট করুন

স্ক্রিন টাইমের সীমা সেট করুন

আপনার বাচ্চার জন্য সবচেয়ে ভালো কাজ করে এমন স্ক্রিন টাইম খুঁজে নিন। আপনার বাচ্চার ডিভাইসের জন্য স্কুল টাইম ও ডাউনটাইম শিডিউলের মাধ্যমে, Family Link আপনাকে দৈনিক সীমা সেট করতে দেয়, যাতে তাকে একটি স্বাস্থ্যকর ব্যালেন্স পেতে আপনি সাহায্য করতে পারেন।

কোনও অ্যাপে কতটা সময় ব্যায় করা হয়েছে তা Family Link UI হাইলাইট করে।
সময়সীমা
২ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যাবে • অ্যাপ ব্যবহার করার সময়সীমা সেট করা হয়েছে
ডাউনটাইম ও স্কুল টাইম বন্ধ করা আছে
শিডিউল

আপনার সন্তানের অ্যাপ ম্যানেজ করুন

আপনার বাচ্চাকে অ্যাপ ব্যবহার করার সময় প্রয়োজনীয় নমনীয়তা দিন। নির্দিষ্ট অ্যাপ অনুসারে ব্যবহার করার সময়সীমা সেট করুন এবং শিক্ষা-সংক্রান্ত অথবা নিয়মিত ব্যবহার করা অ্যাপের ক্ষেত্রে আনলিমিটেড সময়সীমা সেট করুন। প্রয়োজন হলে, আপনি অ্যাপ ব্লকও করতে পারবেন।

Google Play Books অ্যাপ সম্প্রতি ইনস্টল করা হয়েছে বলে Family Link UI দেখাচ্ছে।
Chrome
১ ঘণ্টা ব্যবহার করা যাবে
Duolingo
অ্যাপ সবসময় ব্যবহার করা যাবে
অসাধারণ!
৪ ঘণ্টা ব্যবহার করা যাবে
একজন হাস্যোজ্জ্বল মহিলা এবং একজন কৌতূহলী ও অল্পবয়সী মেয়ে একসাথে ট্যাবলেট স্ক্রিনের দিকে তাকিয়ে আছে।

কন্টেন্ট ফিল্টার, নিরাপত্তা ও গোপনীয়তা ম্যানেজ করুন

তারা অনলাইনে কী দেখবে তা ম্যানেজ করুন

Chrome, Play, YouTube ও Search-এর মতো Google পরিষেবাতে অভিভাবকীয় কন্ট্রোল সেট-আপ করুন। Family Link আপনাকে অনুপযুক্ত সাইট ব্লক করতে, নতুন অ্যাপের জন্য অনুমোদন করতে ও অনুমতি ম্যানেজ করতে দেয়।

তাদের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখুন

Family Link আপনাকে আপনার বাচ্চার অ্যাকাউন্ট এবং ডেটা সেটিংস ম্যানেজ করার অ্যাক্সেস দেয়। একজন অভিভাবক হিসেবে, আপনার বাচ্চা পাসওয়ার্ড ভুলে গেলে তার পাসওয়ার্ড পরিবর্তন বা রিসেট করা এবং তার ব্যক্তিগত তথ্য এডিট করা বা এমনকি প্রয়োজন মনে করলে তার অ্যাকাউন্ট মুছে ফেলার ব্যাপারে আপনি সাহায্য করতে পারবেন।

ডিসক্লেমার: *উপযুক্ত বয়সের বেশি বাচ্চা উপযুক্ত বয়স তার নিজস্ব অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারবে।

কন্টেন্ট ফিল্টার, নিরাপত্তা ও গোপনীয়তা ম্যানেজ করুন

তারা অনলাইনে কী দেখবে তা ম্যানেজ করুন

Chrome, Play, YouTube ও Search-এর মতো Google পরিষেবাতে অভিভাবকীয় কন্ট্রোল সেট-আপ করুন। Family Link আপনাকে অনুপযুক্ত সাইট ব্লক করতে, নতুন অ্যাপের জন্য অনুমোদন করতে ও অনুমতি ম্যানেজ করতে দেয়।

টগল করে সেটিংস চালু এবং বন্ধ করার সুবিধা থাকা অ্যাপকে দেওয়া অনুমতি Family Link UI দেখায়।
Google Play
অ্যাপের অনুমতি ও বিধিনিষেধ
YouTube
অভিভাবক, শিশু ও টিনেজারদের জন্য টুল
Google Chrome এবং ওয়েব
ওয়েবসাইট ও ব্রাউজার সম্পর্কিত বিধিনিষেধ
পরিচিতি, কল ও টেক্সট
কমিউনিকেশন সেটিংস ম্যানেজ করুন

তাদের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখুন

Family Link আপনাকে আপনার বাচ্চার অ্যাকাউন্ট এবং ডেটা সেটিংস ম্যানেজ করার অ্যাক্সেস দেয়। একজন অভিভাবক হিসেবে, আপনার বাচ্চা পাসওয়ার্ড ভুলে গেলে তার পাসওয়ার্ড পরিবর্তন বা রিসেট করা এবং তার ব্যক্তিগত তথ্য এডিট করা বা এমনকি প্রয়োজন মনে করলে তার অ্যাকাউন্ট মুছে ফেলার ব্যাপারে আপনি সাহায্য করতে পারবেন।

একটি ১৩-১৯ বছর বয়সী ছেলে সিনেমা হলে বন্ধুদের মধ্যে হাসছে।

যেকোনও জায়গায় কানেক্ট থাকুন

তাদের লোকেশন দেখুন

আপনার পরিবারের লোকজন যখন বাইরে থাকে তখন তাদের খুঁজে পাওয়া সহজ হয়। Family Link-এর সাহায্যে, আপনি একটি ম্যাপেই আপনার বাচ্চাদের শনাক্ত করতে পারবেন, যতক্ষণ তাদের কাছে ডিভাইস আছে।**

বিজ্ঞপ্তি ও সতর্কতা পান

Family Link গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দেয় যার মধ্যে আপনার বাচ্চা কোনও লোকেশনে কখন আসে বা কখন সেখান থেকে চলে যায় তাও থাকে। এছাড়াও, আপনি ডিভাইসে রিং করতে পারবেন এবং ডিভাইসে ব্যাটারির অবশিষ্ট আয়ু দেখতে পারবেন।

যেকোনও জায়গায় কানেক্ট থাকুন

তাদের লোকেশন দেখুন

আপনার পরিবারের লোকজন যখন বাইরে থাকে তখন তাদের খুঁজে পাওয়া সহজ হয়। Family Link-এর সাহায্যে, আপনি একটি ম্যাপেই আপনার বাচ্চাদের শনাক্ত করতে পারবেন, যতক্ষণ তাদের কাছে ডিভাইস আছে।**

Google Maps-এ পরিবারের সদস্যদের লোকেশন পিন Family Link UI হাইলাইট করে।
বাচ্চা
পারিবারিক জায়গা
কেসি
স্কুল
ব্লেক
সিনেমা
১ মিনিট আগে
১ মিনিট আগে

বিজ্ঞপ্তি ও সতর্কতা পান

Family Link গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দেয় যার মধ্যে আপনার বাচ্চা কোনও লোকেশনে কখন আসে বা কখন সেখান থেকে চলে যায় তাও থাকে। এছাড়াও, আপনি ডিভাইসে রিং করতে পারবেন এবং ডিভাইসে ব্যাটারির অবশিষ্ট আয়ু দেখতে পারবেন।

পরিবারের কোনও সদস্য যখন কোনও লোকেশনে পৌঁছায় বা সেই লোকেশন ছেড়ে চলে যায় তখন বিজ্ঞপ্তি সতর্কতা সেটিংস টগল করা হয়েছে কিনা Family Link UI তা দেখায়।
এর জন্য বিজ্ঞপ্তি পান:
কেসি
পৌঁছানোর সময়
ছাড়ার সময়