Family Link
বাচ্চারা যেসব অ্যাপ ব্যবহার করে সেগুলি ম্যানেজ করে, তাদের ভাল কোয়ালিটির কন্টেন্ট বেছে নিতে সাহায্য করুন। একই সাথে কতক্ষণ তারা ডিভাইস ব্যবহার করছে সেটি খেয়াল রাখুন।
ফ্যামিলি গ্রুপ আপনার বাচ্চাকে অনলাইনে কীভাবে শিখবে, খেলবে এবং অন্য কিছু করবে সেই বিষয়ে সাহায্য করে।
Family Link
বাচ্চারা যেসব অ্যাপ ব্যবহার করে সেগুলি ম্যানেজ করে, তাদের ভাল কোয়ালিটির কন্টেন্ট বেছে নিতে সাহায্য করুন। একই সাথে কতক্ষণ তারা ডিভাইস ব্যবহার করছে সেটি খেয়াল রাখুন।
Google Play
একটি পেমেন্ট পদ্ধতি দিয়ে ম্যানেজ করুন আপনার ফ্যামিলি কোন অ্যাপ কিনতে পারবে। একই সাথে কন্টেন্টের জন্য অনুমোদন দিন।
সব কিছু শিডিউল অনুযায়ী করুন এবং সকলের সাথে যুক্ত থাকুন। ফ্যামিলি ক্যালেন্ডার, নোট এবং শপিং লিস্টের সাহায্যে সারা সপ্তাহের কাজ সহজেই ম্যানেজ করুন।
iCal
স্কুলে হওয়া নাটক, ফ্যামিলির সাথে পিকনিক এবং অন্য ইভেন্টের দিন ও সময় শেয়ার করুন। যাতে আপনি সকলের ব্য়স্ত শিডিউলের খোঁজ রাখতে পারেন।
Google Keep
নোট ও শেয়ার করা তালিকার সাহায্যে উপহার দেওয়ার আইডিয়া লিখুন এবং শপিং লিস্টও তৈরি করুন। এর মধ্যে রিমাইন্ডারও আছে।
Google Assistant
Google Assistant-কে আপনার ফ্যামিলির সদস্যদের জন্য রিমাইন্ডার অ্যাসাইন করতে বলুন। যেমন, "স্কুলের জন্য তৈরি হও", এই ধরনের দৈনন্দিন কাজ সময় মতো শেষ হচ্ছে কিনা ট্র্যাক করুন।
বিনোদনের পছন্দসই জিনিস ফ্যামিলি গ্রুপের সাথে শেয়ার করে আপনার প্ল্যান ও সাবস্ক্রিপশনের আরও সুবিধা পান।
YouTube Premium ফ্যামিলি প্ল্যান
ফ্যামিলি প্ল্যান শেয়ার করুন এবং YouTube ও YouTube Music-এ বিজ্ঞাপন ছাড়া ভিডিও দেখা, ডাউনলোড করা এবং ব্যাকগ্রাউন্ড প্লে ফিচারের সুবিধা নিন।
YouTube Music Premium ফ্যামিলি প্ল্যান
আপনার ফ্যামিলির সাথে Music Premium শেয়ার করুন এবং বিজ্ঞাপন ছাড়া অফলাইন ও ব্যাকগ্রাউন্ডে মিউজিক শুনুন।
বই, অ্যাপ, স্টোরেজ এবং অনেক কিছু শেয়ার করতে ফ্যামিলি হিসেবে Google প্রোডাক্ট ও সাবস্ক্রিপশনের জন্য সাইন-আপ করুন।
Google Play ফ্যামিলি লাইব্রেরি
Google Play-এর সাহায্যে করা কেনাকাটা আপনার ফ্যামিলি গ্রুপের সাথে শেয়ার করুন। এই কেনাকাটায় অ্যাপ, গেম, বই, সিনেমা এবং টিভি শো অন্তর্ভুক্ত।
Google One
আপনার নিজের ফাইল শেয়ার না করে Google One-এর সব সুবিধা শেয়ার করুন। এইসব সুবিধায় ফ্যামিলির সকলের জন্য আরও ক্লাউড স্টোরেজ অন্তর্ভুক্ত।
আপনি ফ্যামিলি গ্রুপ তৈরি করলে, ফ্যামিলি ম্যানেজার হয়ে যাবেন। এর মানে হল, আপনি সর্বাধিক ৫ জনকে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাতে পারবেন। তারা আমন্ত্রণ গ্রহণ করলে, তাদের ফ্যামিলি গ্রুপে যোগ করা হবে। ফ্যামিলি ম্যানেজার যেকোনও সময়ে গ্রুপ মুছে ফেলতে, সদস্যদের আমন্ত্রণ জানাতে বা সরিয়ে দিতে পারবেন। শুরু করার জন্য এখন নিজের ফ্যামিলি গ্রুপ তৈরি করুন।
ফ্যামিলি গ্রুপ তৈরি করতে বা তাতে যোগ দিতে কোনও সাবস্ক্রিপশন লাগে না বা মেম্বারশিপের জন্য পেমেন্ট করতে হয় না। ফ্যামিলি গ্রুপের সাহায্যে আপনি এবং আপনার ফ্যামিলি গ্রুপের সদস্যরা Google-এর সেইসব প্রোডাক্টের জন্য বেশি সুবিধা পাবেন যা আপনি আগে থেকে ব্যবহার করছেন। Google-এর কিছু প্রোডাক্টের প্রিমিয়াম পরিষেবা ব্যবহার করার জন্য, ফ্যামিলি প্ল্যান সাবস্ক্রাইব করতে হবে।
ফ্যামিলি গ্রুপ তৈরি করার পরে, আপনি Google অ্যাপ ও পরিষেবার তালিকা দেখতে পারবেন। ফ্যামিলি ম্যানেজার এর মধ্যে যেকোনও ব্যক্তিকে ফ্যামিলির সাথে শেয়ার করার জন্য বেছে নিতে পারবেন।
ফ্যামিলি ম্যানেজার তত্ত্বাবধানে থাকা অ্যাকাউন্টের জন্য 'অভিভাবকীয় নিয়ন্ত্রণ' ফিচার ফ্যামিলি গ্রুপ থেকে ম্যানেজ করতে পারবেন। একই সাথে, অন্য অভিভাবকদেরও ফ্যামিলি ম্যানেজার অভিভাবকীয় অনুমতি দিতে পারেন। এতে তত্ত্বাবধানে থাকা অ্যাকাউন্ট ম্যানেজ করার কাজে সুবিধা হয়।
ফ্যামিলি গ্রুপ তৈরি করার জন্য আপনার বয়স ১৮ বছর বা তার বেশি (অথবা আপনার দেশ অনুযায়ী সম্মতি দেওয়ার উপযুক্ত বয়স হতে হবে)। ফ্যামিলি গ্রুপে যোগ দেওয়ার জন্য আপনি যাদের আমন্ত্রণ জানিয়েছেন তাদের Google অ্যাকাউন্ট থাকতে হবে। কোনও ব্যক্তি নির্দিষ্ট একটি সময়ে শুধুমাত্র একটি ফ্যামিলি গ্রুপেই যোগ দিতে পারবেন। একই সাথে, ১২ মাসে শুধুমাত্র একবার একটি ফ্যামিলি গ্রুপ ছেড়ে অন্যটিতে যোগ দিতে পারবেন।
ফ্যামিলি গ্রুপ ও Family Link দুটি ভিন্ন পরিষেবা যা একসাথে কাজ করে। ফ্যামিলি গ্রুপের সাহায্যে আপনি নিজের পছন্দমতো অ্যাপ ও পরিষেবা শেয়ার করতে পারবেন। যেমন YouTube, Play, ফ্যামিলি লাইব্রেরি, Google Assistant এবং আরও অনেক কিছু।
ফ্যামিলি গ্রুপে কোনও বাচ্চার অ্যাকাউন্ট তৈরি করার সময়, Family Link প্রয়োজন হয়। Family Link-এর সাহায্যে বাচ্চার অ্যাকাউন্টের জন্য ডিজিটাল সুবিধা সম্পর্কিত প্রাথমিক নিয়ম সেট করা যাবে। এর মধ্যে কন্টেন্টে বিধিনিষেধ আরোপ করা, অ্যাপ ডাউনলোড করা এবং কেনার অনুমতি দেওয়া, স্ক্রিন টাইম সেট করা ও আরও অনেক কিছু অন্তর্ভুক্ত। Family Link সম্পর্কে আরও জানুন।
ফ্যামিলি গ্রুপ কীভাবে কাজ করে, আপনি এবং আপনার ফ্যামিলি কী শেয়ার করতে পারবেন ও অন্যান্য বিবরণের জন্য আরও তথ্য পেতে, Google for Families সহায়তা কেন্দ্র দেখুন।
সব প্রোডাক্ট বা ফিচার সব লোকেশনে নাও পাওয়া যেতে পারে।