৬ থেকে ৮ বছর বয়সী
৯-১২ বছর বয়সী
১৩ থেকে ১৭ বছর বয়সী

Google-এ তোমার গোপনীয়তা সম্পর্কে জানতে চাও?

তুমি ঠিক জায়গায় এসেছো! বাচ্চারা সবচেয়ে বেশি জিজ্ঞাসা করে এমন প্রশ্নের উত্তর পাও, যেমন কীভাবে তোমার অভিভাবক তোমাকে Google সম্পর্কিত বিভিন্ন কাজে সাহায্য করতে পারেন, Google কী তথ্য ব্যবহার করে ইত্যাদি।

অভিভাবক, এই তথ্য শুধু ১৩ বছরের (অথবা আপনার দেশে প্রযোজ্য বয়সসীমা) কমবয়সী বাচ্চাদের Family Link দিয়ে ম্যানেজ করা Google অ্যাকাউন্ট-এর ক্ষেত্রে প্রযোজ্য। আরও জানতে, আমাদের গোপনীয়তা বিজ্ঞপ্তিগোপনীয়তা নীতি দেখুন।

আমার অ্যাকাউন্টের দায়িত্বে কে রয়েছেন?

তোমার অভিভাবক তোমার Google অ্যাকাউন্টের দায়িত্বে রয়েছেন। Family Link অ্যাপ ব্যবহার করে তিনি এটি ম্যানেজ করতে পারবেন। উপযুক্ত বয়স হলে তোমার অ্যাকাউন্টের দায়িত্ব নিতে পারবে।

তোমার অভিভাবক এই ধরনের কাজগুলি করতে পারবেন:

  • তোমার অ্যাকাউন্টে সাইন-ইন, অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করা বা অ্যাকাউন্ট মুছে ফেলা।
  • তোমার ফোন বা ট্যাবলেট লক করা।
  • তোমার ফোন বা ট্যাবলেট কোথায় আছে দেখা।
  • কোন অ্যাপ ব্যবহার করতে পারো তা বেছে নেওয়া।
  • তুমি কতক্ষণ ধরে অ্যাপ ব্যবহার করো তা দেখা।
  • Google Search, YouTube বা Google Play-এর মতো Google-এর কিছু অ্যাপে তুমি যা দেখো তা পরিবর্তন করা।
  • তোমার অ্যাক্টিভিটি কন্ট্রোল বেছে নেওয়া। (এইসব সেটিংস Google-এ করা তোমার অ্যাক্টিভিটি সম্পর্কে তথ্য সেভ করে রাখে।)
  • তোমার অ্যাপের জন্য সেটিংস ও অনুমতি বেছে নেওয়া।
  • তোমার অ্যাকাউন্টের জন্য নাম, জন্মতারিখ এবং অন্যান্য তথ্য বেছে নেওয়া।
  • Google Play-এর মতো Google-এর কিছু প্রোডাক্টে তুমি কী কিনতে বা ডাউনলোড করতে পারো তা বেছে নেওয়া।

Google কীভাবে এবং কেন আমার সম্পর্কিত তথ্য ব্যবহার করবে?

তুমি বা তোমার অভিভাবকের দেওয়া, নাম এবং জন্মতারিখের মতো ব্যক্তিগত তথ্য আমরা সেভ করে রাখতে পারি। এছাড়াও তুমি আমাদের অ্যাপ এবং সাইট ব্যবহার করলে সেই সম্পর্কিত তথ্যও সেভ করে রাখতে পারি। আমরা এই তথ্য সুরক্ষিত রাখতে কঠোর ব্যবস্থা নিয়ে থাকি এবং বিভিন্ন কারণে ব্যবহার করি — যেমন, Google অ্যাপ এবং সাইট আরও উপযোগী করে তোলা।

তোমার অভিভাবকের সাহায্যে এমন কিছু উপায় সম্পর্কে আরও জেনে নাও, যার মাধ্যমে আমরা হয়ত তোমার বিষয়ে তথ্য ব্যবহার করতে পারি:

  • আমাদের অ্যাপ ও সাইট কার্যকরী করে তোলা: যেমন, তুমি Google Search-এ "কুকুরছানা" সার্চ করলে, তোমাকে কুকুরছানা সম্পর্কে বিভিন্ন বিষয় দেখাতে তোমার সম্পর্কিত তথ্য ব্যবহার করি।
  • আমাদের অ্যাপ ও সাইট আরও ভাল করা: যেমন, কিছু সমস্যা হলে, তার সমাধান করতে আমরা তোমার তথ্য ব্যবহার করতে পারি।
  • Google, আমাদের ব্যবহারকারী ও জনসাধারণকে সুরক্ষিত রাখা: লোকজনকে অনলাইন থাকাকালীন সুরক্ষিত রাখতে আমরা তথ্য ব্যবহার করি।
  • নতুন অ্যাপ ও সাইট তৈরি করা: আমরা তৈরি করতে পারি Google-এর এমন নতুন জিনিস সম্পর্কে ধারণা পেতে লোকজন কীভাবে আমাদের বর্তমান অ্যাপ এবং সাইট ব্যবহার করেন সেই সম্পর্কে জানতে পারি।
  • তোমার পছন্দ হতে পারে এমন জিনিস তোমাকে দেখানো: যেমন, তুমি YouTube Kids-এ জীবজন্তু সম্পর্কিত ভিডিও দেখতে পছন্দ করলে, আমরা হয়ত তোমায় আরও দেখাতে পারি।
  • তুমি যে সাইটে অনলাইন আছো সেই অনুযায়ী তোমাকে বিজ্ঞাপন দেখানো
  • তোমার সাথে যোগাযোগ করা: যেমন, তোমাকে মেসেজ পাঠানোর জন্য আমরা হয়ত তোমার ইমেল আইডি ব্যবহার করতে পারি। তোমার অজানা কারও থেকে পাওয়া মেসেজ খোলার আগে সবসময় অভিভাবককে জিজ্ঞাসা করো।

কী সেভ করতে হবে আমি কি তা Google-কে জানাতে পারি?

হ্যাঁ, তোমার সম্পর্কে যেসব তথ্য আমরা সেভ করি সেগুলির মধ্যে কিছু তুমি পরিবর্তন করতে পারো। তুমি অ্যাক্টিভিটি কন্ট্রোলের মতো কিছু গোপনীয়তার সেটিংসে পরিবর্তন করলে, তোমার অভিভাবককে জানানো হবে। তারাও তোমাকে সেটিংস পরিবর্তনের কাজে সাহায্য করতে পারেন।

তোমার সম্পর্কে কিছু তথ্য ও Google অ্যাকাউন্ট তুমি ও তোমার অভিভাবক যেকোনও সময় দেখতে ও ম্যানেজ করতে পারবে।

Google কি কখনও আমার ব্যক্তিগত তথ্য অন্যদের সাথে শেয়ার করে?

কিছু কারণে তোমার নামের মতো ব্যক্তিগত তথ্য, Google-এর বাইরে শেয়ার করা হতে পারে। আমরা এই তথ্য শেয়ার করলে, সেটি যাতে সুরক্ষিত থাকে তা নিশ্চিত করার জন্য ব্যবস্থা গ্রহণ করি।

আমরা কিছু ব্যক্তিগত তথ্য হয়ত শেয়ার করতে পারি:

  • Google-এ তোমার অভিভাবক ও ফ্যামিলি গ্রুপের সাথে
  • আমরা যেসব কোম্পানির সাথে কাজ করি তাদের সাথে
  • তোমার অভিভাবক শেয়ার করার সম্মতি দিলে
  • আইনি কারণে

আমি অনলাইনে যা শেয়ার করি তা আর কারা দেখতে পাবে?

ইমেল বা ফটোর মতো কোনও কিছু অনলাইনে শেয়ার করলে, সেগুলি অনেকে দেখতে পেতে পারেন। তুমি বিশ্বাস করো শুধু এমন ব্যক্তির সাথে শেয়ার করবে। নিশ্চিত না হলে, অভিভাবক বা পরিবারের কোনও সদস্যকে জিজ্ঞাসা করো।

আরও জানতে চাও? আমাদের গোপনীয়তা নীতি পড়ার ব্যাপারে অভিভাবকের কাছে সাহায্য চাও।

Google-এ তোমার গোপনীয়তা সম্পর্কে জানতে চাও?

তুমি ঠিক জায়গায় এসেছো! তুমি আমাদের অ্যাপ ও সাইট ব্যবহার করার সময়, Google কীভাবে তোমার তথ্য সংগ্রহ ও ব্যবহার করে সেটি এখান থেকে জানতে পারবে। তোমার অভিভাবক কীভাবে Google অ্যাকাউন্ট ও ডিভাইস ম্যানেজ করতে তোমাকে সাহায্য করতে পারেন সেটিও এখান থেকে জানতে পারবে।

অভিভাবক, এই তথ্য শুধু ১৩ বছরের (অথবা আপনার দেশে প্রযোজ্য বয়সসীমা) কমবয়সী বাচ্চাদের Family Link দিয়ে ম্যানেজ করা Google অ্যাকাউন্ট-এর ক্ষেত্রে প্রযোজ্য। আরও জানতে, আমাদের গোপনীয়তা বিজ্ঞপ্তিগোপনীয়তা নীতি দেখুন।

আমার অ্যাকাউন্টের দায়িত্বে কে রয়েছেন?

এই মুহূর্ত থেকে, তোমার অভিভাবক Google অ্যাকাউন্টের দায়িত্ব রয়েছেন। নিজে ব্যবহার করার মতো উপযুক্ত বয়স তোমার না হওয়া পর্যন্ত তারা এটি ম্যানেজ করার কাজে সাহায্য করতে Family Link অ্যাপটি ব্যবহার করতে পারবেন।

তোমার অভিভাবক এই ধরনের কাজগুলি করতে পারবেন:

  • তোমার অ্যাকাউন্টে সাইন-ইন, অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করা বা অ্যাকাউন্ট মুছে ফেলা।
  • ফোন বা ট্যাবলেটের মতো তোমার ডিভাইস কখন এবং কতক্ষণ ব্যবহার করতে পারবে তার লিমিট সেট করা।
  • তোমার ফোন বা ট্যাবলেট কোথায় আছে দেখা।
  • যে অ্যাপগুলি তুমি ব্যবহার করতে পারো তা বেছে নেওয়া।
  • তুমি কতক্ষণ ধরে অ্যাপ ব্যবহার করো তা দেখা।
  • Google Search, YouTube বা Google Play-এর মতো Google-এর কিছু অ্যাপ ও সাইটের 'কন্টেন্ট সেটিংস' ম্যানেজ করা। এইসব সেটিংস, তুমি যা দেখো তা পরিবর্তন করতে পারে।
  • 'YouTube ইতিহাস'-এর মতো তোমার অ্যাক্টিভিটি কন্ট্রোল ম্যানেজ করা, এমনকি তুমি নিজে যাতে এটি ম্যানেজ না করতে পারো তার জন্য তোমাকেও ব্লক করা।
  • তোমার ফোন বা ট্যাবলেটে অ্যাপগুলির জন্য অনুমতি পর্যালোচনা করা, যেমন, অ্যাপ তোমার মাইক্রোফোন, ক্যামেরা বা পরিচিতি ব্যবহার করতে পারবে কিনা।
  • তোমার নাম, জেন্ডার বা জন্মতারিখের মতো অ্যাকাউন্টের তথ্য দেখা, পরিবর্তন করা বা মুছে ফেলা।
  • Google Play-এর মতো Google-এর কিছু অ্যাপে ও সাইটে তোমার ডাউনলোড এবং কেনাকাটায় অনুমতি দেওয়া।

Google কীভাবে এবং কেন আমার সম্পর্কিত তথ্য ব্যবহার করবে?

অধিকাংশ সাইট ও অ্যাপের মতো আমরাও সেই তথ্য সংগ্রহ করি, যা তুমি ও তোমার অভিভাবক আমাদের দিয়ে থাকো, যেমন, তোমার নাম ও জন্মতারিখ এবং তুমি আমাদের অ্যাপ ও সাইট ব্যবহার করার সময় আমরা তথ্য সংগ্রহ করি। আমরা এই তথ্য সুরক্ষিত রাখতে কঠোর ব্যবস্থা নিয়ে থাকি এবং আমাদের প্রোডাক্ট তোমার জন্য আরও উপযোগী করে তুলতে এটি ব্যবহার করি। যেমন, আমরা এই ধরনের কাজের জন্য ডেটা সংগ্রহ করি:

  • আমাদের অ্যাপ ও সাইট আরও কার্যকরী করে তোলা: যেমন, তুমি Google Search-এ "খেলাধূলা" সার্চ করলে, তোমাকে খেলাধূলা সম্পর্কে বিভিন্ন বিষয় দেখাতে তোমার সম্পর্কিত তথ্য ব্যবহার করি।
  • আমাদের অ্যাপ ও সাইট আরও ভাল করা: যেমন, কিছু সমস্যা হলে, তার সমাধান করতে আমরা তোমার তথ্য ব্যবহার করতে পারি।
  • Google, আমাদের ব্যবহারকারী ও জনসাধারণকে সুরক্ষিত রাখা: প্রতারণা শনাক্ত করে প্রতিরোধ করার মাধ্যমে লোকজনকে অনলাইন থাকাকালীন সুরক্ষিত রাখতে আমরা তথ্য ব্যবহার করি।
  • নতুন অ্যাপ ও সাইট তৈরি করা: Google-এর যেসব নতুন প্রোডাক্ট আমরা তৈরি করতে পারি সেই সম্পর্কে ধারণা পেতে লোকজন কীভাবে আমাদের বর্তমান অ্যাপ এবং সাইট ব্যবহার করেন সেই বিষয়ে জানতে পারি।
  • তোমার জন্য তথ্য পার্সোনালাইজ করা, এর অর্থ হল, এমন কিছু দেখানো যা তোমার পছন্দ হতে পারে বলে আমরা মনে করি। যেমন, তুমি YouTube-এ জীবজন্তু সংক্রান্ত ভিডিও দেখতে পছন্দ করলে, আমরা হয়ত দেখার জন্য আরও সাজেশন দিতে পারি।
  • তুমি যে সাইটে অনলাইন আছো সেই অনুযায়ী তোমাকে বিজ্ঞাপন দেখানো
  • তোমার সাথে যোগাযোগ করা: যেমন, নিরাপত্তা সংক্রান্ত কোনও সমস্যা হলে, তোমাকে বিজ্ঞপ্তি পাঠাতে তোমার ইমেল আইডি হয়ত ব্যবহার করতে পারি। তোমার অজানা কারও থেকে পাওয়া মেসেজ খোলার আগে সবসময় অভিভাবককে জিজ্ঞাসা করো।

কী সেভ করতে হবে আমি কি তা Google-কে জানাতে পারি?

হ্যাঁ, তোমার সম্পর্কে যেসব তথ্য আমরা সেভ করি সেগুলির মধ্যে কিছু তুমি পরিবর্তন করতে পারো। যেমন, তুমি Google অ্যাকাউন্টে তোমার YouTube ইতিহাস সেভ করতে না চাইলে, সেটি বন্ধ করে দিতে পারো। তুমি অ্যাক্টিভিটি কন্ট্রোলের মতো কিছু গোপনীয়তার সেটিংসে পরিবর্তন করলে, তোমার অভিভাবককে জানানো হবে। তারাও তোমাকে সেটিংস পরিবর্তনের কাজে সাহায্য করতে পারেন।

তোমার সম্পর্কে কিছু তথ্য ও Google অ্যাকাউন্ট তুমি ও তোমার অভিভাবক যেকোনও সময় দেখতে ও ম্যানেজ করতে পারবে।

Google কি কখনও আমার ব্যক্তিগত তথ্য অন্যদের সাথে শেয়ার করে?

কিছু কারণে তোমার নাম ও ইমেল আইডির মতো ব্যক্তিগত তথ্য Google-এর বাইরে শেয়ার করা হতে পারে। আমরা এই তথ্য শেয়ার করলে, সেটি যাতে সুরক্ষিত থাকে তা নিশ্চিত করার জন্য ব্যবস্থা গ্রহণ করি।

আমরা কিছু ব্যক্তিগত তথ্য শেয়ার করতে পারি:

  • Google-এ তোমার অভিভাবক ও ফ্যামিলি গ্রুপের সাথে
  • আমরা যেসব কোম্পানির সাথে কাজ করি তাদের সাথে
  • তোমার অভিভাবক শেয়ার করার সম্মতি দিলে
  • আইনি কারণে প্রয়োজন হলে

আমি অনলাইনে যা শেয়ার করি তা আর কারা দেখতে পাবে?

ইমেল বা ফটোর মতো কোনও কিছু অনলাইনে শেয়ার করলে, সেগুলি অনেকে দেখতে পেতে পারেন। অনলাইনে কিছু শেয়ার করা হলে, সেটি সরানো শক্ত হতে পারে। তুমি বিশ্বাস করো শুধু এমন ব্যক্তির সাথে শেয়ার করবে। নিশ্চিত না হলে, অভিভাবক বা পরিবারের কোনও সদস্যকে জিজ্ঞাসা করো।

আরও জানতে চাও? আমাদের গোপনীয়তা নীতি পড়ার ব্যাপারে অভিভাবকের কাছে সাহায্য চাও।

Google-এ তোমার গোপনীয়তা সম্পর্কে জানতে চাও?

তুমি আমাদের অ্যাপ ও সাইট ব্যবহার করার সময়, Google কীভাবে তোমার তথ্য সংগ্রহ ও ব্যবহার করে সেটি এখান থেকে জানতে পারবে। তোমার অভিভাবক কীভাবে Google অ্যাকাউন্ট ও ডিভাইস ম্যানেজ করতে তোমাকে সাহায্য করতে পারেন সেটিও এখান থেকে জানতে পারবে।

এই তথ্য শুধু নিজের অ্যাকাউন্ট ম্যানেজ করার জন্য ন্যূনতম বয়সের চেয়ে কমবয়সী বাচ্চা ও ১৩-১৯ বছর বয়সীদের Family Link দিয়ে ম্যানেজ করা Google অ্যাকাউন্ট-এর ক্ষেত্রে প্রযোজ্য। আরও জানতে, আমাদের গোপনীয়তা বিজ্ঞপ্তিগোপনীয়তা নীতি দেখো।

আমার অভিভাবক কি আমার অ্যাকাউন্ট ম্যানেজ করার কাজে আমায় সাহায্য করতে পারেন?

তোমার অভিভাবক Google অ্যাকাউন্টের বিভিন্ন দিক ম্যানেজ করার কাজে সাহায্য করতে Family Link অ্যাপটি ব্যবহার করতে পারেন। তোমার ডিভাইস অনুযায়ী, তিনি এই কাজগুলি করতে পারেন:

  • তোমার অ্যাকাউন্টে সাইন-ইন, অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করা বা অ্যাকাউন্ট মুছে ফেলা।
  • তোমার ডিভাইস কতক্ষণ এবং কখন ব্যবহার করতে পারবে তার লিমিট সেট করা।
  • তোমার সাইন-ইন করা এবং চালু থাকা ডিভাইসগুলির লোকেশন দেখা।
  • তোমার অ্যাপ ম্যানেজ করা এবং কতক্ষণ তুমি সেগুলি ব্যবহার করছ তা দেখা।
  • Google Search, YouTube বা Google Play-এর মতো Google-এর কিছু অ্যাপ ও সাইটের 'কন্টেন্ট সেটিংস' ম্যানেজ করা। এইসব সেটিংস, তুমি যা দেখো তা পরিবর্তন করতে পারে।
  • 'YouTube ইতিহাস'-এর মতো তোমার অ্যাক্টিভিটি কন্ট্রোল ম্যানেজ করা, এমনকি তুমি নিজে যাতে এটি ম্যানেজ না করতে পারো তার জন্য তোমাকেও ব্লক করা।
  • তোমার ডিভাইসে অ্যাপের জন্য অনুমতি পর্যালোচনা করা, যেমন, অ্যাপ তোমার মাইক্রোফোন, ক্যামেরা বা পরিচিতি ব্যবহার করতে পারবে কিনা।
  • তোমার নাম, জেন্ডার বা জন্মতারিখের মতো অ্যাকাউন্টের তথ্য দেখা, পরিবর্তন করা বা মুছে ফেলা।
  • Google Play-এর মতো Google-এর কিছু অ্যাপে ও সাইটে তোমার ডাউনলোড এবং কেনাকাটায় অনুমতি দেওয়া।

Google কীভাবে ও কেন আমার সম্পর্কিত তথ্য সংগ্রহ ও ব্যবহার করবে?

অধিকাংশ সাইট ও অ্যাপের মতো আমরাও সেই তথ্য সংগ্রহ করি, যা তুমি ও তোমার অভিভাবক আমাদের দিয়ে থাকো, যেমন, তোমার নাম ও জন্মতারিখ এবং তুমি আমাদের অ্যাপ ও সাইট ব্যবহার করার সময় আমরা তথ্য সংগ্রহ করি। আমরা এই তথ্য সুরক্ষিত রাখতে কঠোর ব্যবস্থা নিয়ে থাকি এবং আমাদের প্রোডাক্ট তোমার জন্য আরও উপযোগী করে তুলতে এটি ব্যবহার করি। যেমন, আমরা এই ধরনের কাজের জন্য ডেটা সংগ্রহ করি:

  • Google, আমাদের ব্যবহারকারী ও জনসাধারণকে সুরক্ষিত রাখা: প্রতারণা শনাক্ত করে প্রতিরোধ করার মাধ্যমে লোকজনকে অনলাইন থাকাকালীন আরও সুরক্ষিত রাখতে আমরা ডেটা ব্যবহার করি।
  • আমাদের পরিষেবা প্রদান করা: ফলাফল পেতে তুমি যে শব্দগুলি সার্চ করো তা প্রসেস করার মতো পরিষেবা দিতে আমরা ডেটা ব্যবহার করি।
  • আমাদের পরিষেবা বজায় রাখা ও উন্নত করা: যেমন, আমাদের প্রোডাক্টগুলি অনুমান অনুযায়ী কাজ করা বন্ধ করে দিলে আমরা ট্র্যাক রাখতে পারি। এবং সার্চের কোন কোন শব্দে সচরাচর বেশি বানান ভুল হয় সেগুলি বুঝতে পারলে, সহজেই আমাদের সব পরিষেবা জুড়ে ব্যবহার করা বানান ঠিক করার ফিচার আরও ভাল করতে পারি।
  • নতুন পরিষেবা তৈরি করা: ডেটা নতুন পরিষেবা তৈরি করতে আমাদের সাহায্য করে। যেমন, Google-এর প্রথম ফটো অ্যাপ Picasa-তে লোকজন কীভাবে তাদের ফটো সাজিয়ে রাখেন তা বোঝার ফলে, আমরা সহজে Google Photos ডিজাইন এবং চালু করতে পেরেছি।
  • কন্টেন্ট পছন্দমতো সাজিয়ে নেওয়া, এর অর্থ হল, এমন কিছু দেখানো যা তোমার পছন্দ হতে পারে বলে আমরা মনে করি। যেমন, তুমি YouTube-এ খেলাধূলা সংক্রান্ত ভিডিও দেখতে পছন্দ করলে আমরা হয়ত আরও দেখার জন্য সাজেশন দিতে পারি।
  • তুমি যে সাইটে অনলাইন আছো, যে শব্দ দিয়ে সার্চ করেছো অথবা যে শহর এবং রাজ্যে আছো সেই অনুযায়ী তোমাকে বিজ্ঞাপন দেখানো
  • পারফর্ম্যান্স পরিমাপ করা: পারফর্ম্যান্স পরিমাপ করতে এবং আমাদের পরিষেবা কীভাবে ব্যবহার করা হচ্ছে তা বুঝতে আমরা ডেটা ব্যবহার করি।
  • তোমার সাথে যোগাযোগ করা: যেমন, আমরা কোনও সন্দেহজনক অ্যাক্টিভিটি শনাক্ত করলে তোমাকে বিজ্ঞপ্তি পাঠাতে তোমার ইমেল আইডি হয়ত ব্যবহার করতে পারি।

Google কী সেভ করবে তা আমি কীভাবে ঠিক করতে পারি?

সেটিংসে পরিবর্তন করে, আমরা কোন ডেটা সংগ্রহ করি এবং কীভাবে সেটি ব্যবহার করা হয় এর উপর বিধিনিষেধ আরোপ করতে পারো। যেমন, তুমি Google অ্যাকাউন্টে তোমার YouTube ইতিহাস সেভ করতে না চাইলে, সেটি বন্ধ করে দিতে পারো। তুমি অ্যাক্টিভিটি কন্ট্রোলে পরিবর্তন করলে, তোমার অভিভাবককে জানানো হবে। গোপনীয়তা সেটিংস সম্পর্কে আরও জানো

তোমার সম্পর্কে কিছু তথ্য ও Google অ্যাকাউন্ট তুমি যেকোনও সময় দেখতে ও ম্যানেজ করতে পারবে।

Google কি কখনও আমার ব্যক্তিগত তথ্য অন্যদের সাথে শেয়ার করে?

আইনি কারণের মতো সীমিত ক্ষেত্র ছাড়া আমরা Google-এর বাইরের কোম্পানি, সংস্থা বা ব্যক্তির সাথে তোমার ব্যক্তিগত তথ্য শেয়ার করি না। আমরা এই তথ্য শেয়ার করলে, সেটি যাতে সুরক্ষিত থাকে তা নিশ্চিত করার জন্য ব্যবস্থা গ্রহণ করি।

আমরা কিছু ব্যক্তিগত তথ্য হয়ত শেয়ার করতে পারি:

  • Google-এ ফ্যামিলি গ্রুপ ও তোমার অভিভাবকের সাথে
  • ​​আইনি কারণে বা তুমি ও তোমার অভিভাবক আমাদের অনুমতি দিলে। আমরা Google-এর বাইরে, এই জন্য শেয়ার করা প্রয়োজন বলে মনে হলে ব্যক্তিগত তথ্য শেয়ার করব:
  • কোনও প্রযোজ্য আইন, নিয়ম, আইনি প্রক্রিয়া বা প্রয়োগযোগ্য সরকারি অনুরোধ পূরণ করা।
  • সম্ভাব্য লঙ্ঘনের তদন্ত সহ প্রযোজ্য পরিষেবার শর্তাবলী প্রয়োগ করা।
  • জালিয়াতি, নিরাপত্তা বা প্রযুক্তিগত সমস্যা শনাক্ত, প্রতিরোধ অথবা অন্যথায় মোকাবিলা করার জন্য।
  • আইনি প্রয়োজনীয়তা বা অনুমোদন অনুযায়ী Google-এর অধিকার, সম্পত্তি অথবা নিরাপত্তা, আমাদের ব্যবহারকারীদের বা জনসাধারণের ক্ষতির হাত থেকে সুরক্ষিত রাখা।
  • এক্সটার্নাল প্রসেসিংয়ের জন্য। আমরা সেইসব কোম্পানিকে ব্যক্তিগত তথ্য প্রদান করি, যাদের সাথে ডেটা প্রসেস করার জন্য আমাদের দেওয়া নির্দেশ অনুযায়ী কাজ করি। যেমন, গ্রাহক সহায়তায় আমাদের সাহায্য করার জন্য আমরা এক্সটার্নাল কোম্পানির ব্যবহার করি এবং ব্যবহারকারীদের প্রশ্নের উত্তর দিতে কোম্পানির সাথে ব্যক্তিগত তথ্য শেয়ার করতে হয়।

আমার শেয়ার করা ফটো, ইমেল এবং ডকুমেন্টের মতো জিনিসগুলি আর কারা দেখতে পাবে?

তোমার ব্যবহার করা Google অ্যাপ ও সাইটের মাধ্যমে তুমি অন্যান্য ব্যক্তির সাথে নির্দিষ্ট কন্টেন্ট শেয়ার করতে পারো।

এটি মনে রাখবে যে যখন তুমি কারও সাথে কিছু শেয়ার করো, তখন তিনি সেটি আবার শেয়ার করতে এবং Google-এর বাইরে কোনও অ্যাপ ও সাইটেও শেয়ার করতে পারেন।

তুমি নিজের অ্যাকাউন্ট থেকে যেকোনও সময় কন্টেন্ট মুছে দিতে পারো, কিন্তু এর ফলে তোমার শেয়ার করা কন্টেন্টের কপি মুছে যায় না।

ভেবেচিন্তে শেয়ার করো এবং শুধু তুমি বিশ্বাস করো এমন কোনও ব্যক্তির সাথে শেয়ার করো।

এই বিষয়গুলি সম্পর্কে আরও জানতে, তুমি যেকোনও সময় আমাদের গোপনীয়তা নীতি দেখতে পারো।