প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন

আমরা Family Link সম্বন্ধে প্রায়শই জিজ্ঞাসা করা কিছু প্রশ্নের উত্তর সংগ্রহ করেছি। আপনি যদি আগে থেকেই অ্যাপটি ব্যবহার করছেন এবং আপনার যদি কোনও প্রশ্ন থাকে তাহলে আরও তথ্যের জন্য আপনি আমাদের সহায়তা কেন্দ্র দেখতে পারেন।

এটি কীভাবে কাজ করে

Family Link কীভাবে কাজ করে?

Google-এর Family Link অভিভাবকদের তাদের বাচ্চার অ্যাক্টিভটির উপর নজর রাখতে এবং তাদের বাচ্চা বা ১৩-১৯ বছর বয়সীরা যখন Android এবং ChromeOS ডিভাইস ব্যবহার করে তখন তাদের অনলাইনে নিরাপদ রাখতে সাহায্য করে।

প্রথমত, বাচ্চা/১৩-১৯ বছরের বয়সীদের জন্য Family Link কাজ করে এমন একটি ডিভাইসের প্রয়োজন (কোন ডিভাইসে Family Link কাজ করে দেখুন)। তারপর, ডিভাইসে বাচ্চা/১৩-১৯ বছরের বয়সীদের সাইন-ইন করান। বাচ্চা/১৩-১৯ বছর বয়সী কেউ যদি আগে থেকেই Family Link-এর মাধ্যমে তত্ত্বাবধানে থাকে, তাহলে সাইন-ইন করার পরে তাদের অভিভাবকীয় নিয়ন্ত্রণ সেট-আপ করতে সুবিধা হবে। ১৩-১৯ বছর বয়সী বাচ্চাটি যদি আগে থেকেই Family Link-এর মাধ্যমে তত্ত্বাবধানে না থাকে, তাহলে অভিভাবকরা Android সেটিংস থেকে Family Link যোগ করতে পারবেন।

অভিভাবকরাও তাদের ১৩ বছরের কম বয়সী (বা আপনার দেশে প্রযোজ্য বয়স) বাচ্চার জন্য Google অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। সম্পূর্ণ হলে, বাচ্চারা নতুন অ্যাকাউন্ট দিয়ে তাদের ডিভাইসে সাইন-ইন করতে পারবে।

অ্যাকাউন্ট লিঙ্ক হয়ে গেলে, অভিভাবকরা Family Link ব্যবহার করতে পারেন যাতে তারা স্ক্রিন টাইমের উপর নজর রাখতে এবং তাদের বাচ্চাকে বয়স-উপযুক্ত কন্টেন্ট দেখতে গাইড করতে পারেন।

Family Link কি আমার বাচ্চার জন্য সমস্ত অনুপযুক্ত কন্টেন্ট ব্লক করে?

Family Link অনুপযুক্ত কন্টেন্ট ব্লক করে না, তবে এর মধ্যে থাকা সেটিংস আপনাকে ফিল্টার করার বিকল্প প্রদান করে। Search, Chrome ও YouTube-এর মতো Google-এর কিছু অ্যাপে ফিল্টার করার বিকল্প আছে যা আপনি Family Link-এ দেখতে পাবেন। মনে রাখবেন, এইসব ফিল্টার নিখুঁত নয় তাই অনুপযুক্ত, গ্রাফিক অথবা অন্যান্য কন্টেন্ট যা আপনি আপনার বাচ্চাকে দেখতে দিতে চান না তা তার কাছে পৌঁছে যেতে পারে। আমরা সাজেস্ট করছি যে আপনি অ্যাপ সেটিংস এবং Family Link-এর দেওয়া সেটিংস ও টুলের কোনটি আপনার পরিবারের পক্ষে উপযুক্ত তা পর্যালোচনা করে সিদ্ধান্ত নিন।

অভিভাবকরা কি Android-এ Family Link ব্যবহার করতে পারবেন?

হ্যাঁ। যেসব Android ডিভাইসে Lollipop (5.0) বা তার পরের কোনও ভার্সন আছে, সেগুলিতে অভিভাবকরা Family Link ব্যবহার করতে পারবেন।

অভিভাবকরা কি iOS-এ Family Link ব্যবহার করতে পারবেন?

হ্যাঁ। যেসব iPhone-এ iOS 11 বা তার পরের ভার্সনের অপারেটিং সিস্টেম আছে, সেগুলিতে অভিভাবকরা Family Link ব্যবহার করতে পারবেন।

অভিভাবকরা কি ব্রাউজারে Family Link ব্যবহার করতে পারবেন?

অভিভাবকরা তাদের বাচ্চার সব অ্যাকাউন্ট সেটিংস ও বিভিন্ন ফিচার কোনও ওয়েব ব্রাউজারে ভালভাবে ম্যানেজ করতে পারবেন। কোনও অ্যাপ ডাউনলোড করার প্রয়োজন নেই।

Android ডিভাইসে Family Link-এর মাধ্যমে কি বাচ্চা বা ১৩-১৯ বয়সীদের তত্ত্বাবধানে রাখা যাবে?

সবচেয়ে ভাল ফলাফলের জন্য, Family Link-এর সাহায্যে তত্ত্বাবধানে রাখা বাচ্চা বা ১৩-১৯ বছর বয়সীদের জন্য Android 7.0 (Nougat) বা আরও উন্নত ভার্সন থাকা ডিভাইস ব্যবহার করতে আমরা সাজেস্ট করছি। যেসব Android ডিভাইস 5.0 ও 6.0 ভার্সনে চলছে (Lollipop and Marshmallow) সেগুলিতেও Family Link সেটিংস প্রয়োগ করা যেতে পারে। আরও তথ্যের জন্য, আমাদের সহায়তা কেন্দ্র দেখুন।

Chromebook (ChromeOS)-এ Family Link-এর মাধ্যমে কি বাচ্চা বা ১৩-১৯ বয়সীদের তত্ত্বাবধানে রাখা যাবে?

হ্যাঁ, বাচ্চা এবং ১৩-১৯ বছর বয়সীরা Chromebook-এ তাদের Google অ্যাকাউন্টে সাইন-ইন করলে তাদের তত্ত্বাবধানে রাখা যেতে পারে। অভিভাবকরা তাদের বাচ্চার Chromebook ও অ্যাকাউন্ট সেটিংস ম্যানেজ করা এবং ওয়েবসাইটের ক্ষেত্রে বিধিনিষেধ সেট করার মতো বিভিন্ন কাজ করতে পারবেন। এখানে আরও জানুন।

iOS ডিভাইস ও ওয়েব ব্রাউজারে Family Link-এর মাধ্যমে কি বাচ্চা বা ১৩-১৯ বয়সীদের তত্ত্বাবধানে রাখা যাবে?

iOS, ওয়েব ব্রাউজার বা তত্ত্বাবধানে থাকা অন্যান্য ডিভাইসে সাইন-ইন করা বাচ্চা বা ১৩-১৯ বছর বয়সীদের শুধুমাত্র আংশিকভাবে তত্ত্বাবধানে রাখা যেতে পারে। বাচ্চা এবং ১৩-১৯ বছর বয়সীরা তাদের অভিভাবকের সম্মতি নিয়ে iOS ও ওয়েব ব্রাউজারে তাদের Google অ্যাকাউন্টে সাইন-ইন করতে পারবে। YouTube ও Google Search-এ অভিভাবক তার বাচ্চার অ্যাকাউন্টের কিছু সেটিংস ম্যানেজ করা চালিয়ে যেতে পারবেন এবং বাচ্চা যখন iOS ডিভাইসে বা ওয়েবে সাইন-ইন অবস্থায় থেকে Google অ্যাপ ও পরিষেবা ব্যবহার করবে তখন সেই সেটিংস প্রযোজ্য হবে। Family Link অ্যাপের অন্যান্য ফিচার, যেমন আপনার বাচ্চারা যেসব অ্যাপ ব্যবহার করতে পারে সেগুলি ম্যানেজ করা, তারা Chrome-এ যা দেখছে তা ফিল্টার করা এবং স্ক্রিন টাইমের সীমা সেট করা, বাচ্চার iOS ডিভাইসে বা ওয়েবে তার অ্যাক্টিভিটির ক্ষেত্রে প্রযোজ্য হবে না। iOS ডিভাইসওয়েব ব্রাউজারে বাচ্চা/১৩-১৯ বছর বয়সীদের সাইন-ইন করার ব্যাপারে আরও জানুন।

আমার বাচ্চার Google অ্যাকাউন্ট এবং Android ডিভাইস সেট-আপ করতে কত সময় লাগবে?

আপনার বাচ্চার Google অ্যাকাউন্ট এবং Android ডিভাইস সেট-আপ করতে আপনার ১৫ মিনিট মতো সময় লাগবে।

অ্যাকাউন্ট

Family Link-এর মাধ্যমে ম্যানেজ করা Google অ্যাকাউন্ট থাকার জন্য একটি বাচ্চার ন্যূনতম বয়স কত হতে হবে?

না। এটি সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে যে কত বছর বয়সে আপনার বাচ্চা Android বা ChromeOS ডিভাইস ব্যবহারের জন্য উপযুক্ত হবে।

আমার বাচ্চা কি Google অ্যাকাউন্টে সাইন-ইন থাকা অবস্থায় বিজ্ঞাপন দেখতে পাবে?

Google-এর পরিষেবায় বিজ্ঞাপন দেখানো হয় এবং আমাদের প্রোডাক্ট ব্যবহার করার সময় আপনার বাচ্চা বিজ্ঞাপন দেখতে পেতে পারে। তবে, সে পছন্দমতো বিজ্ঞাপন দেখতে পাবে না এবং বাচ্চা কখন অ্যাপে বিজ্ঞাপন দেখছে তা শনাক্ত করার জন্য আপনাকে বিভিন্ন টুল প্রদান করা হবে।

আমি কি আমার ১৩-১৯ বছর বয়সী বাচ্চাদের তত্ত্বাবধানে রাখার জন্য Family Link ব্যবহার করতে পারি?

হ্যাঁ, ১৩-১৯ বছর (১৩ বছরের বেশি বয়সের বা আপনার দেশে সম্মতি দেওয়ার উপযুক্ত বয়স) বয়সীদের তত্ত্বাবধানে রাখার জন্য Family Link ব্যবহার করা যেতে পারে। সম্মতি দেওয়ার উপযুক্ত বয়সের থেকে কমবয়সী বাচ্চারা নয়, তবে ১৩-১৯ বছর বয়সীরা যেকোনও সময় এই তত্ত্বাবধান বন্ধ করতে পারে কিন্তু তারা যদি এটি করে তাহলে আপনি তা জানতে পারবেন। তারা যদি তা করে, তাহলে আপনাকে জানানো হবে এবং আপনি তাদের Android ডিভাইস আনলক না করলে সেটি ২৪ ঘণ্টার জন্য সাময়িকভাবে লক হয়ে যাবে। একজন অভিভাবক হিসেবে, আপনি ১৩-১৯ বছর বয়সীদের ডিভাইস ব্যবহার করার উপর কোনও প্রভাব না ফেলে যেকোনও সময় তত্ত্বাবধান সরিয়ে দিতে পারবেন।

আমি কি আমার পরিবারকে ম্যানেজ করার জন্য স্কুল বা অফিসের অ্যাকাউন্ট ব্যবহার করতে পারি?

না। Family Link-এর মাধ্যমে ফ্যামিলি গ্রুপ বা তত্ত্বাবধান ম্যানেজ করার জন্য অফিস বা স্কুল থেকে পাওয়া অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে না। আপনি কোনও ব্যক্তিগত Google অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন, যেমন Family Link-এর সাথে Gmail অ্যাকাউন্ট।

বাচ্চারা কি তত্ত্বাবধানে থাকা ডিভাইসে একাধিক Google অ্যাকাউন্ট যোগ করতে পারে?

সাধারণত না। বাচ্চাদের তাদের অভিভাবকের তত্ত্বাবধানে থাকা ব্যক্তিগত Google অ্যাকাউন্টের পাশাপাশি শুধুমাত্র একটি Google Workspace for Education অ্যাকাউন্ট যোগ করার অনুমতি দেওয়া হয়। এই বিধিনিষেধ আমাদের প্রোডাক্টের গুরুত্বপূর্ণ আচরণ ঠিক রাখতে সাহায্য করে। যেমন, আর একটি অ্যাকাউন্ট যদি ডিভাইসে থাকে, তাহলে বাচ্চারা সেই অ্যাকাউন্ট ব্যবহার করে অভিভাবকের অনুমতি ছাড়াই Play থেকে অ্যাপ ডাউনলোড করতে পারবে।

আমার বাচ্চার বয়স যখন ১৩ বছর (বা আপনার দেশের আইন অনুযায়ী প্রযোজ্য বয়স) হবে তখন কী হবে?

আপনার বাচ্চার বয়স যখন ১৩ বছর (অথবা আপনাদের দেশে প্রযোজ্য বয়স), হবে তখন একটি সাধারণ Google অ্যাকাউন্ট ব্যবহার করার বিকল্প তাদের কাছে থাকবে। বাচ্চার বয়স ১৩ বছর হওয়ার আগে, তার অভিভাবকে এটি জানিয়ে একটি ইমেল পাঠানো হবে যে আগামী জন্মদিন থেকে তার বাচ্চা নিজেই অ্যাকাউন্ট ম্যানেজ করার উপযুক্ত বয়সে পৌঁছে যাবে এবং তাই আপনি আর তার অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারবেন না। যে দিনে আপনার বাচ্চার বয়স ১৩ বছর হবে সেদিন সে ঠিক করতে পারবে যে তার Google অ্যাকাউন্টটি সে নিজে ম্যানেজ করবে না তার অভিভাবক ম্যানেজ করবেন। একজন অভিভাবক হিসেবে, বাচ্চাের বয়স ১৩ বছরের বেশি হলে আপনি যেকোনও সময় তত্ত্বাবধান সরানোর সিদ্ধান্ত নিতে পারেন।

সব সেট আছে? অ্যাপটি ইনস্টল করুন।

Family Link অ্যাপটি আপনার ডিভাইসে ডাউনলোড করুন যাতে আপনার সন্তান যখন অনলাইন অ্যাক্টিভিটিতে ব্যস্ত তখন আপনি তার ওপর নজর রাখতে পারেন।

স্মার্টফোন নেই?

আপনার বাচ্চার অনলাইন অ্যাক্টিভিটির উপর নজর রাখার জন্য অনলাইনে তত্ত্বাবধান সেট-আপ করতে পারেন।
আরও জানুন